Monday, December 15, 2008
রাস্তা পার হতে ওভার ব্রীজ - কাকুলি
বিসমিল্লাহির রহমানির রহীম।
প্রায় ৮ মাস পরে আবার ব্লগে কিছু লিখছি। এই ৮ মাসে যে ব্লগে একেবারেই আসি নি, তা না। কিন্তু লিখতে তেমন ইচ্ছে করে নি। গতকাল যখন ছবিটি তুল্লাম, তখন থেকেই এটা নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছে ছিল। তাই লিখতে বসে গেলাম।
আমার মোবাইল এর সময় অনুযায়ি তখন বিকেল ৪:৫২:০২। ওখানে তখন ট্রাফিক পুলিশ ছিল কম করে হলেও ৩ জন। যারা ওভার ব্রীজ ছাড়া রাস্তা পার হচ্ছিলেন, তারা মাঝখানে ট্রাফিক পুলিশের কাছে দাড়ালেন কিছুক্ষণ সিগনাল পরিবর্তন হওয়া পর্যন্ত। ট্রাফিক পুলিশ কাউ কেই কিছু বলল না। অথচ অল্প কিছু দিন আগে তাদের কি তর্জন গর্জন! এখন সব ঠান্ডা হয়ে গেছে। কেউ অর্ধেক পার হলেও তাকে ফিরত পাঠিয়ে বলা হতো ওভার ব্রীজ দিয়ে আসেন।
কিছু দিন যখন মানুষ নিয়ম টা মেনে ছিল বা পুলিশ মানতে বাধ্য করেছিল, তখন মনে হয়েছিল মানুষ গুলো মনে হয় সত্যি বদলে যাচ্ছে। কুকুরের লেজ না কি কোন ভাবেই সোজা করা যায় না। আমাদের সাথে তুলনা দেয়ের জন্য কি এর চেয়ে ভাল কিছু পাব না?
Labels:
bangladesh,
dhaka,
jareer,
kakuli,
over bridge,
unnoticed observer
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment