Saturday, July 19, 2008

ক্রিকেট বোর্ড এর সভাপতিও তামিম ইকবালের ভক্ত!!!

আসসালামু আলাইকুম ।

আমি গত ১৪ তারিখ সিলেট গিয়েছিলাম । সকাল ৯টা না যেন ৯:৩০ এর জিএমজি'র ফ্লাইটে । লাউন্জ এ বসে আমি আর আব্বু প্লেনের জন্য অপেক্ষা করতে ছিলাম ।

একটু পরে দেখি কয়েক জন আর্মি অফিসার আসলেন । তাদের মধ্য থেকে একজন আর এক জন সিভিল ড্রেসের ভদ্রলোক এসে পাশের সোফায় বসলেন ।

তারা বসে বাংলাদেশ দলের সাবেক কোচ হোয়াটমোর কে নিয়ে কথা বললেন । দু'জনই তার উচ্ছসিত প্রসংশা করলেন । এরপর তারা বাংলাদেশ দলের দই ক্রিকেটারের খুব প্রসংশা করলেন । তারা হলেন তামিম ইকবাল আর দলে নতুন ডাক পাওয়া জুনায়েদ (তারা নামটা আমার ঠিক মনে নেই) । আমি তার বুকের নেইম প্লেটে দেখলাম তার নাম লিখা 'সিনা' ।

সিলেট এয়ারপোর্ট থেকে যখন বের হলাম, তখন দেখি সামনে তিনটি আর্মির গাড়ি । মাঝের টি তে ২টি তারকা লাগানো আর পিছনেরটি তে ১টি তারকা ।

দুপুরে যখন খবর দেখলাম তখন আমার কাছে পরিস্কার হয়ে গেল যে আর্মির ঐ অফিসার হচ্ছেন মেজর জেনারেল সিনা ইবনে জামালী, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এর নতুন সভাপতি । তিনি গিয়েছিলেন বাংলাদেশ দলের অনুশীলন দেখতে ।

1 comment:

ত্রিভুজ said...

জারীর, কি খবর?