আসসালামু আলাইকুম ।
সালাহুদ্দীন আইয়ুবী'র নামটা প্রত্যেকটি মুসলিমের কাছে পরিচিত হওয়ার কথা । এই নামটা য়ুরোপিয়রা শুনলে একি সাথে ভয় এবং শ্রদ্ধা করতো । যিনি একাই য়ুরোপিয় করুসেডারদের জোট কে আরব ভুখন্ড থেকে বিতারিত করেছিলেন ।
তাকে নিয়ে ওনেক বই লিখা হয়েছে । According to the French writer Rene Grousse:
" It is equally true that his generosity, his piety, devoid of fanaticism, that flower of liberality and courtesy which had been the model of our old chroniclers, won him no less popularity in Frankish Syria than in the lands of Islam. "
তাকে নিয়ে অনেক মুভিও বানানো হয়েছে । উল্লেখ যোগ্য : The Crusade , Kingdom of Heaven , Al Nasser Salah Ad-Din , The Crusades ।
মালেশিয়ার একটি কম্পানি তাকে নিয়ে সম্প্রতি এনিমেটেড মুভি বানিয়েছে । ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছে । আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে ইনশা আল্লাহ । লিংক : সালাদিন ডট টিভি ।
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment