আসসালামু আলাইকুম।
গতো জুমাবার এয়ারপোর্টে গিয়েছিলাম আব্বু কে আনতে। আসার সময় যা দেখলাম তাতে মেজাযটাই খারাপ হয়ে গেল। ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত দু পাশে লাখ লাখ টাকা খরচ করে গাছ লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে, ফুল লাগানো হয়েছে । এগুলো সব করা হয়েছে সুন্দর পরিবেশ এর জন্যে । আর সেদিন দেখি অনেক গুলো গরু ঘাস খাচ্ছে সেখানে । আবার কিছু দুরে দেখি কিছু লোক ঘাস লাগাচছে! কি মজার দৃশ্য! এক জায়গায় গরু ঘাস খাচ্ছে আর আরেক দিকে ঘাস লাগানো হচছে! মনে হলো যেন এগুলো দেখার জন্যে এ দেশে কেউ নেই..।
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment