Saturday, July 19, 2008

দু'টি ছড়া

এক.

নিততিমণি বৃততি পেয়ে
বলল এসে বাবারে -
তারপর সে বায়না ধরে
দেখতে যাবে কাবা-রে
কাবা যদি খুব দুরে হ্য়
ঘুরতে যাবে সাভারে
সাভার থেকে ফিরে এসেই
খেলবে আবার দাবা-রে
বায়না এসব শুনে শুনে
মারল বাবা থাবা-রে
এক থপরে নিততিমণি
এককেবারে হাবারে !

দুই.

পাথর ভেঙে
পাথর বুকে
পাথর জমায় খোকা
সেই পাথরে
ফুটতে দেখি
গোলাপ থোকা থোকা ।

গোলাপ মানে
বুঝছো কিছু
আগুন পোড়া ভাত
কিনতু কেমন পাষাণ মানুষ
তাতেও বসায় দাত !

(লেখক : জুলফিকার শাহাদাত)

No comments: