জাগো হে তরুণ
05/05/2007
রাত নেমেছে এই ধরায়
হয় তো আলোর দেখা পাবে কাল
কিন্তু হে তরুণ, তুমি কি বলতে পারো
এ ধরায় থাকবে চির কাল ?
যদি নাই পারো, তবে কেন
ঘুমিয়ে আছো বলো ?
করো কাজ, হও আগুওয়ান
ঘুমিয়ে থেকে লাভ কি বলো ?
আজ আছো তুমি
যদি না থাকো কাল
ভেবেছো কি জবাব দিবে
প্রভুরে পরকাল ?
দেখ তার সৃষ্টি
মানো তার কথা
তবেই দিবেন তিনি
উত্তম জাঝা* !
*জাঝা = ফল বা পুরস্কার
(c) Copyright - Jareer Zafree, 2007
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment