আসসালামু আলাইকুম ।
আজকে একজনের ব্লগে দেখলাম একজন মন্তব্যে লিখেছেন "হুদাহুদি ১৪০০ বছর আগের একটা বই নিয়া ফাল পারার কি আছে!" । আমার এই পোস্ট টা তাদের জন্যে যারা এরকম মনে করেন ।
আমি বলতে চাই যে হুদাহুদি আমরা ১৪০০ বছর আগের একটা বই নিয়া ফাল পারতেছি না । এই বইয়ের সাথে দুনিয়ার আর কোন বইয়ের তুলোনা কখনও সম্ভব না, হবেও না । কারণ এটা কোন মানুষের লিখা না । যদি এটা কেউ বিশ্বাস না করেন তবে তাকে আমি বলবো পারলে কোরআন এর মতো একটি সুরা বানান । এটা প্রমাণিত যে কোন মানুষের দ্বারা এটা কখনও সম্ভব না এবং আমি বলতে পারি কখনও কেউ এরকম করতে পারবেও না ।
আর কেউ যদি বলেন যে ইসলাম একটি আদিকাইল্লা জীবন ব্যবস্থা, তাহলে তাকে আমি বলবো ইসলাম ১৪০০ বছর বলেছিলো যে মহাকাশে সব কিছুই ঘুর্ণিয়মান । যা science এখন বলছে । তারপর ইসলাম বলেছে যে এই মহাবিশ্বের স্রিসটির পর থেকেই সুধু আয়তন বারছেই, যা কি না science এখন বলছে । তাই এটা বুঝা যায় যে এটা আল্লাহর কথা ।
যারা chemistry সম্পর্কে জানেন তাদের বলবো এই শব্দটার অরিজিন কি তা কি জানেন ? এই সব্দটা এসেছে al chemy থেকে আর al chemy এসেছে একটি আরবী শব্দ আল কিমিইয়া থেকে ! বিশ্বাস না হলে oxford dictionary তে দেখেন ।
সুতরাং আমরা এটা clearly দেখতে পাই যে ইসলাম কোন আদিকাইল্লা জীবন ব্যবস্থা না, এটা সম্পুর্ণ আধুনিক এবং science শম্মত জীবন ব্যবস্থা ।
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment