Saturday, July 19, 2008

ইসলামে মিউজিক কি হালাল না হারাম ???

আসসালামু আলাইকুম ।

আজকে দেখলাম কেউ কেউ প্রশ্ণ তুলেছেন যে, ইসলামে মিউজিক কি হালাল না হারাম ??? তাই এই লেখাটা লিখছি । আমার মতে এই ব্যাপারটা এখনকার বিশ্বের মুসলিমদের কাছে সবচেয়ে বিতর্কিত বিষয় গুলোর একটি । এরকম মনে হওয়ার কারণ আমি ওনেক ওনলাইন ফোরামে দেখেছি এই ব্যাপারে বিরাট বিরাট ধরণের বিতর্ক ।

এখনকার বিশ্বের সবচেয়ে নামকরা আলেমদের একজন হলেন আল্লামা ইউসুফ আল-কারজাভি । তিনি সামি ইউসুফ কে মিউজিক ব্যবহার করতে ওনুমুতি দিয়েছেন । আবার এই মতের বিরোধিতা করে সউদি আরবের আলেমরা মত দিয়েছেন । তবে একটা বিষয়ে সবাই একমত, আর তা হলো দফ ১০০% হালাল । Special occasion এ তবলাও হালাল ।

আমি চাই না আমার এই লিখাটা আবার এখানে একটা বিতরকের বিষয় হয়ে উঠুক । তবে হ্যা, আমার যদি কোন ভুল হয়ে তাহলে তা শুধরে দিবেন ।

No comments: