Saturday, July 19, 2008

ক্রিকেট বোর্ড এর সভাপতিও তামিম ইকবালের ভক্ত!!!

আসসালামু আলাইকুম ।

আমি গত ১৪ তারিখ সিলেট গিয়েছিলাম । সকাল ৯টা না যেন ৯:৩০ এর জিএমজি'র ফ্লাইটে । লাউন্জ এ বসে আমি আর আব্বু প্লেনের জন্য অপেক্ষা করতে ছিলাম ।

একটু পরে দেখি কয়েক জন আর্মি অফিসার আসলেন । তাদের মধ্য থেকে একজন আর এক জন সিভিল ড্রেসের ভদ্রলোক এসে পাশের সোফায় বসলেন ।

তারা বসে বাংলাদেশ দলের সাবেক কোচ হোয়াটমোর কে নিয়ে কথা বললেন । দু'জনই তার উচ্ছসিত প্রসংশা করলেন । এরপর তারা বাংলাদেশ দলের দই ক্রিকেটারের খুব প্রসংশা করলেন । তারা হলেন তামিম ইকবাল আর দলে নতুন ডাক পাওয়া জুনায়েদ (তারা নামটা আমার ঠিক মনে নেই) । আমি তার বুকের নেইম প্লেটে দেখলাম তার নাম লিখা 'সিনা' ।

সিলেট এয়ারপোর্ট থেকে যখন বের হলাম, তখন দেখি সামনে তিনটি আর্মির গাড়ি । মাঝের টি তে ২টি তারকা লাগানো আর পিছনেরটি তে ১টি তারকা ।

দুপুরে যখন খবর দেখলাম তখন আমার কাছে পরিস্কার হয়ে গেল যে আর্মির ঐ অফিসার হচ্ছেন মেজর জেনারেল সিনা ইবনে জামালী, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এর নতুন সভাপতি । তিনি গিয়েছিলেন বাংলাদেশ দলের অনুশীলন দেখতে ।

সালাহুদ্দীন আইয়ুবী'র এনিমেটেড মুভি !

আসসালামু আলাইকুম ।

সালাহুদ্দীন আইয়ুবী'র নামটা প্রত্যেকটি মুসলিমের কাছে পরিচিত হওয়ার কথা । এই নামটা য়ুরোপিয়রা শুনলে একি সাথে ভয় এবং শ্রদ্ধা করতো । যিনি একাই য়ুরোপিয় করুসেডারদের জোট কে আরব ভুখন্ড থেকে বিতারিত করেছিলেন ।

তাকে নিয়ে ওনেক বই লিখা হয়েছে । According to the French writer Rene Grousse:
" It is equally true that his generosity, his piety, devoid of fanaticism, that flower of liberality and courtesy which had been the model of our old chroniclers, won him no less popularity in Frankish Syria than in the lands of Islam. "

তাকে নিয়ে অনেক মুভিও বানানো হয়েছে । উল্লেখ যোগ্য : The Crusade , Kingdom of Heaven , Al Nasser Salah Ad-Din , The Crusades ।

মালেশিয়ার একটি কম্পানি তাকে নিয়ে সম্প্রতি এনিমেটেড মুভি বানিয়েছে । ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছে । আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে ইনশা আল্লাহ । লিংক : সালাদিন ডট টিভি ।

দেখার কেউ নেই...!

আসসালামু আলাইকুম।

গতো জুমাবার এয়ারপোর্টে গিয়েছিলাম আব্বু কে আনতে। আসার সময় যা দেখলাম তাতে মেজাযটাই খারাপ হয়ে গেল। ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত দু পাশে লাখ লাখ টাকা খরচ করে গাছ লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে, ফুল লাগানো হয়েছে । এগুলো সব করা হয়েছে সুন্দর পরিবেশ এর জন্যে । আর সেদিন দেখি অনেক গুলো গরু ঘাস খাচ্ছে সেখানে । আবার কিছু দুরে দেখি কিছু লোক ঘাস লাগাচছে! কি মজার দৃশ্য! এক জায়গায় গরু ঘাস খাচ্ছে আর আরেক দিকে ঘাস লাগানো হচছে! মনে হলো যেন এগুলো দেখার জন্যে এ দেশে কেউ নেই..।

১৪০০ বছর আগের একটি বই এর challenge !

আসসালামু আলাইকুম ।

আজকে একজনের ব্লগে দেখলাম একজন মন্তব্যে লিখেছেন "হুদাহুদি ১৪০০ বছর আগের একটা বই নিয়া ফাল পারার কি আছে!" । আমার এই পোস্ট টা তাদের জন্যে যারা এরকম মনে করেন ।

আমি বলতে চাই যে হুদাহুদি আমরা ১৪০০ বছর আগের একটা বই নিয়া ফাল পারতেছি না । এই বইয়ের সাথে দুনিয়ার আর কোন বইয়ের তুলোনা কখনও সম্ভব না, হবেও না । কারণ এটা কোন মানুষের লিখা না । যদি এটা কেউ বিশ্বাস না করেন তবে তাকে আমি বলবো পারলে কোরআন এর মতো একটি সুরা বানান । এটা প্রমাণিত যে কোন মানুষের দ্বারা এটা কখনও সম্ভব না এবং আমি বলতে পারি কখনও কেউ এরকম করতে পারবেও না ।

আর কেউ যদি বলেন যে ইসলাম একটি আদিকাইল্লা জীবন ব্যবস্থা, তাহলে তাকে আমি বলবো ইসলাম ১৪০০ বছর বলেছিলো যে মহাকাশে সব কিছুই ঘুর্ণিয়মান । যা science এখন বলছে । তারপর ইসলাম বলেছে যে এই মহাবিশ্বের স্রিসটির পর থেকেই সুধু আয়তন বারছেই, যা কি না science এখন বলছে । তাই এটা বুঝা যায় যে এটা আল্লাহর কথা ।

যারা chemistry সম্পর্কে জানেন তাদের বলবো এই শব্দটার অরিজিন কি তা কি জানেন ? এই সব্দটা এসেছে al chemy থেকে আর al chemy এসেছে একটি আরবী শব্দ আল কিমিইয়া থেকে ! বিশ্বাস না হলে oxford dictionary তে দেখেন ।

সুতরাং আমরা এটা clearly দেখতে পাই যে ইসলাম কোন আদিকাইল্লা জীবন ব্যবস্থা না, এটা সম্পুর্ণ আধুনিক এবং science শম্মত জীবন ব্যবস্থা ।

আমার লিখা প্রথম কবিতা!

জাগো হে তরুণ
05/05/2007

রাত নেমেছে এই ধরায়
হয় তো আলোর দেখা পাবে কাল
কিন্তু হে তরুণ, তুমি কি বলতে পারো
এ ধরায় থাকবে চির কাল ?

যদি নাই পারো, তবে কেন
ঘুমিয়ে আছো বলো ?
করো কাজ, হও আগুওয়ান
ঘুমিয়ে থেকে লাভ কি বলো ?

আজ আছো তুমি
যদি না থাকো কাল
ভেবেছো কি জবাব দিবে
প্রভুরে পরকাল ?

দেখ তার সৃষ্টি
মানো তার কথা
তবেই দিবেন তিনি
উত্তম জাঝা* !

*জাঝা = ফল বা পুরস্কার

(c) Copyright - Jareer Zafree, 2007

আমার ছোট ভাগিনা

আমার ছোট ভাগিনা - খুব চনচল আর দুসট । সারাদিন সুধু চিললাচিললি করবে, মাকে জালাবে আর আমার কাছে 'চককেত' খুজবে । এমন কি তার 'চককেত' এর জন্যে আমার পকেট সারচ করবে । মাঝে মাঝে আজগুবি কিছু শবদ বলবে। মানে জানতে চাইলে বলবে জানি না

দু'টি ছড়া

এক.

নিততিমণি বৃততি পেয়ে
বলল এসে বাবারে -
তারপর সে বায়না ধরে
দেখতে যাবে কাবা-রে
কাবা যদি খুব দুরে হ্য়
ঘুরতে যাবে সাভারে
সাভার থেকে ফিরে এসেই
খেলবে আবার দাবা-রে
বায়না এসব শুনে শুনে
মারল বাবা থাবা-রে
এক থপরে নিততিমণি
এককেবারে হাবারে !

দুই.

পাথর ভেঙে
পাথর বুকে
পাথর জমায় খোকা
সেই পাথরে
ফুটতে দেখি
গোলাপ থোকা থোকা ।

গোলাপ মানে
বুঝছো কিছু
আগুন পোড়া ভাত
কিনতু কেমন পাষাণ মানুষ
তাতেও বসায় দাত !

(লেখক : জুলফিকার শাহাদাত)

ইসলামে মিউজিক কি হালাল না হারাম ???

আসসালামু আলাইকুম ।

আজকে দেখলাম কেউ কেউ প্রশ্ণ তুলেছেন যে, ইসলামে মিউজিক কি হালাল না হারাম ??? তাই এই লেখাটা লিখছি । আমার মতে এই ব্যাপারটা এখনকার বিশ্বের মুসলিমদের কাছে সবচেয়ে বিতর্কিত বিষয় গুলোর একটি । এরকম মনে হওয়ার কারণ আমি ওনেক ওনলাইন ফোরামে দেখেছি এই ব্যাপারে বিরাট বিরাট ধরণের বিতর্ক ।

এখনকার বিশ্বের সবচেয়ে নামকরা আলেমদের একজন হলেন আল্লামা ইউসুফ আল-কারজাভি । তিনি সামি ইউসুফ কে মিউজিক ব্যবহার করতে ওনুমুতি দিয়েছেন । আবার এই মতের বিরোধিতা করে সউদি আরবের আলেমরা মত দিয়েছেন । তবে একটা বিষয়ে সবাই একমত, আর তা হলো দফ ১০০% হালাল । Special occasion এ তবলাও হালাল ।

আমি চাই না আমার এই লিখাটা আবার এখানে একটা বিতরকের বিষয় হয়ে উঠুক । তবে হ্যা, আমার যদি কোন ভুল হয়ে তাহলে তা শুধরে দিবেন ।

আমার রচনা লিখা

আসসালামু আলাইকুম ।


আজ একজনের একটা লিখা পড়তে ছিলাম । লিখাটা পড়ে মনটা খুব খারাপ হয়েগেলো । কারণটা হলো আমার লিখা কখনো এতো ভাল হয় না । সকুলের টিচাররা রচনা লিখতে দিলে ওনেক সময়ই পুরা লিখা হয় । বেষির ভাগ সময় তো লিখাই হয় না । গতো কাল ইংলিশ টিচার একটা রচনা লিখতে বললেন on the topic "how do u think u have changed over the last 5 yrs" topic টা শুনে মনে হলো এবার লিখা যাবে কিছু । কিনতু কোথায় কি ? বাসায় গিয়ে মাগরিবের পরে লিখতে বসলাম । কিনতু ফল একে বারে ০ । হ্যা, একে বারে রস গোললা ! একটা শবদও লিখতে পারিনি । কি করব বুঝতে পারতেছি না । ইংলিশ class এর আগে ওবস্য গেপ আছে । যদি লিখা কিছু এসে যায়, তাহলে তো ভাল কথা । কিনতু ওন্য টা হলে কি হবে ????